ইতালির রোমে মুন্সিগঞ্জ বিক্রমপুর যুব পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
১০ মার্চ রোমের তরপিনাতারা রিপন বার হল রুমে আলোচনা সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রথম পর্বে মুন্সিগঞ্জ বিক্রমপুর যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, মুন্সিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি আমিন ভূইয়া, বর্তমান সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, শাহরিয়ার জালাল হালদারসহ আরও অনেকে।
প্রথম পর্বে কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় পর্বে সকলের সম্মতিক্রমে শাহিন বেপারীকে সভাপতি, সেলিম মাদবরকে সাধারণ সম্পাদক করে পাচঁ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কামিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি রেদোয়ানুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক খান টিটু।
পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়।
এ সময় নব নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরে ইতিহাস, ঐতিহ্য রক্ষার্থে কাজ করব। চেষ্টা করব মুন্সিগঞ্জ বিক্রমপুরের নাম প্রবাসের মাটিতে উজ্জ্বল করতে।
বিডি প্রতিদিন/কালাম