ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালি 'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড-২০১৯' । ১৪ এপ্রিলের বর্ণাঢ্য এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশে থেকে বাংলাদেশি কমিউনিটির লোকজন মিলিত হবেন ভেনিসে।
এরই ধারাবাহিকতায় 'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯' নিয়ে ইতালি বাংলা প্রেস ক্লাবের সাথে মতবিনিময় সভা ও নৈশ ভোজে মিলিত হয় বাংলা কাগজ প্রতিনিধি দল। ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজ হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলা কাগজ প্রতিনিধি দলের সদস্য বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, চ্যানেল আইয়ের লোকমান হোসেন কাজী, এলবি টোয়েন্টিফোরের জিয়াউর রহমান জিয়া ও এটিএন বাংলার স্পেন প্রতিনিধি বনি হায়দার মান্না ,অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সভাপতি আখী সীমা কাওসার, নারী নেত্রী লায়লা শাহ, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, মহিলা সম্পাদিকা ফাহিমা হোসেনসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন