Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ মার্চ, ২০১৯ ১৯:২৮

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৩

সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৩
মো. শাহীন ও মো. সাইফুল ইসলাম

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার বাঘেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। এছাড়াও নিহত হয়েছেন শাহীনের ম্যানেজার পাকিস্তানি নাগরিক খালেদ। অপরদিকে আহত ব্যক্তি হলেন ফেনীর মোহাম্মদ তপন।

জানা গেছে, বুধবার সকালে তারা ব্যবসায়ীর কাজে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। পরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন বাংলাদেশি ইনভেস্টর ছিলেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য