প্রতিবছরের ন্যায় এবারও ১৪ এপ্রিল দুপুর ২টা থেকে রোমের লার্গো প্রেনেসতিনায় নতুন বছরকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওইদিন থাকবে শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান,খোলা মাঠে খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সমিতির সার্বিক তত্ত্বাবধানে মহিলা সংস্থার আয়োজনে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মিডিয়া সহযোগিতা থাকবে ইতালি বাংলা প্রেস ক্লাব। এ উপলক্ষে ভিয়া কাপুয়ার একটি হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম সায়মনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, বৃহত্তর ঢাকার উপদেষ্টা আব্দুর রশিদ,ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ হোসেনসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার