ফ্রান্সের রাজধানী প্যারিসে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র কার্যনির্বাহী কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের আয়েবা সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভার প্রথম অধিবেশনে বক্তব্য দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ।
আয়েবার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহ পরিচালনায় এ সময় বক্তব্য দেন আয়েবাসহ সভাপতি রানা তসলিম উদ্দিন, ফকরুল আকম সেলিম, ড. জিন্নুরাইন জায়গিরদারসহ নেতৃবৃন্দ ।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, ইউরোপে প্রবাসীদের পক্ষে কথা বলার একমাত্র প্লাটফর্ম হচ্ছে আয়েবা। তারা জিএসপি সুবিধা ফিরে পেতে, ইস্যু ও অভিবাসন ইস্যুসহ সর্বোপরি বাংলাদেশের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে ।
এসময় আয়েবার নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়নের সবসময়েই তারা বদ্ধপরিকর। আগামী দিনে ইউরোপের প্রতিটি দেশে আয়েবার কর্মসূচি প্রসারিত করার ওপর আরও গুরুত্ব দেবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুলতান হোসাইন, যুগ্ম সম্পাদক শরিফ আল মোমিন, সহ-কোষাধ্যক্ষ হেনু মিয়া, ব্যবসা-বাণিজ্য বিষয়ক সম্পাদক সুব্রত ভট্টাচার্জ শুভ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, জনসংযোগ সম্পাদক কামাল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য মাহারুল ইসলাম মিন্টু, ইকরাম ফরাজি, টি এম রেজা, তাপস বড়ুয়া রিপন, আজহারুল কবির বাবু প্রমুখ ।
সভার ২য় পর্বে জয়নাল আবেদিনের সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়েত উল্লাহ পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি রানা তসলিম উদ্দিন, ফকরুল আকম সেলিম, ড. জিন্নুরাইন জায়গিরদারসহ আয়েবার নেতৃবৃন্দ। এ পর্বে নির্বাহী পরিষদের সভায় প্রবাসীদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং সুইজারল্যান্ডের জেনেভায় আয়েবা সম্মেলন নিয়ে আলোচনা করা হয়। আয়েবার এই ১৬তম সভায় স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও ইতালি, স্পেন, সুইজারল্যান্ড,আয়ারল্যান্ড, গ্রিস, চেক রিপাবলিকসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবার নির্বাহী সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/ফারজানা