যে মুহূর্তে সূর্যের প্রখর রোদ আর বালির তাপে উত্তপ্ত থাকার কথা মরুর দেশ বাহরাইন। ঠিক সে মুহূর্তে টানা ৩ ঘণ্টার ঝড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। হঠাৎ ঝড়ো বৃষ্টিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮ টা থেকে মেঘের গর্জন আর বিজলী চমকানোর মধ্য দিয়ে শুরু হয় এ ঝড়-বষ্টি।এতে রাজধানী মানামা ও প্রধান প্রধান শহর মহাররক, রিফা, ঈসা টাউন, রাসআলবা, রাউজওয়ে, চিতরা, হাওয়ার সহ বিভিন্ন শহর ও উপ-শহর গুলোর কিছু কিছু রাস্তা ঘাট পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
ভারী বর্ষণে অনেকে কাজে যেতে পারেনি, আবার অনেকে দেরি কাজে পৌঁছেছেন। বাজারের অধিকাংশ দোকান-পাট ১১ টা পর্যন্ত ছিল বন্ধ। বেশির ভাগ বড় বড় ভবন গুলোর ভেতরেও পানি পড়তে দেখা গেছে।
স্থানীয় আ-লী নামক স্থানে একটি ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃষ্টির এ ছোঁয়া লেগেছে বাহরাইন ছাড়াও দুবাই, কুয়েত, সৌদি আরব, ওমানসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশের বেশ কিছু অঞ্চলে। বাহরাইনে বেলা ১১ টার পর থেকে কমতে থাকে বৃষ্টির মাত্রা।
বাহরাইনের আবহাওয়ার পূর্ভাবাসে জানা যায়, এ অবস্থা আজ এবং আগামীকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় বৃষ্টি বন্ধ থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়া আগামী ৯ দিন পর্যন্ত আবহাওয়ার এ পরিস্থি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন