ফেনীতে অগ্নিহামলায় নিহত ও যৌন হামলার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর নুসরাত জাহান রাফির মৃত্যুতে প্রতিবাদ সভা করেছে ফেনী সমিতি কাতার। সংগঠনের সভাপতি শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শহিদুল হক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোকারম আলী চৌধুরী, তহিদুল ইসলাম রাসেল, এম নুরুজ্জামান, হুমায়ুন কবির, হাফেজ আব্দুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, জিয়াউল আলম খোরশেদ, নিজাম উদ্দিন, ইউসুফ পাটোয়ারী লিংকন, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, মাস্টার সিরাজুল ইসলাম, দিদারুল ইসলাম আরজুসহ প্রমুখ।
এসময় রাফির হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর জোর দাবি জানানো হয়। পরে রাফির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন