ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। ব্রুনাইয়ের দারুসসালামে নিযুক্ত হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমূদ হোসেন বৈশাখী মেলা ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
বর্ণিল পোশাকে সজ্জিত শিশু-কিশোরদের উচ্ছাসপূর্ণ উপস্থিতিতে সমগ্র এলাকা উৎসবের আমেজে ভরে উঠে। ঢোল, একতারা, বাঁশি, মুখোশ, কুলা আর আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের নানা সামগ্রী সকলের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। এক বাংলাদেশী এক ব্রুনাইয়ান- স্লোগানকে ধারণ করে বাংলাদেশীদের পাশাপাশি বিদেশীরাও এই প্রাণের মেলায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়।
মেলায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও আর্থিক প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। যেখানে নানা ঐতিহ্যবাহী পিঠা, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, কুটির শিল্প, দেশী বস্ত্রসহ প্রায় ১৪টি স্টল ছিল।
অনুষ্ঠান শেষে হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন সমাপনী বক্তব্যে বলেন, নববর্ষ বাঙ্গলির সার্বজনীন প্রাণের উৎসব। তিনি নতুন বছরে সরকার ও দেশের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার