কমিউনিটির মানুষের অধিকার আর মর্যাদার প্রশ্নে সদা সোচ্চার থাকায় নিউইয়র্ক সিটির ‘গ্রেট এ্যালায়েন্স ডেমক্র্যাটিক ক্লাব’ সংবর্ধনা দিল মোহাম্মদ এন মজুমদারকে।
বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী ৩ শতাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে বাংলাদেশি কমিউনিটির লিডার মোহাম্মদ মজুমদারের কর্মজীবন উপস্থাপন করেন কাউন্সিলম্যান মার্ক যোনাই। এ সময় বিপুল করতালিতে মুখরিত ব্রঙ্কসের ‘গ্র্যান্ড স্ল্যাম পার্টি হল’।
বৃহস্পতিবার (২০ জুন) অনুষ্ঠিত এ সমাবেশে মধ্যমণি ছিলেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ।
ডেমক্র্যাটিক পার্টির পদস্থ কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন ব্রঙ্কস ডিস্ট্রিক্ট এটর্নি ডারসেল ক্লার্ক, সিটি কাউন্সিলম্যান এ্যান্ডি কোহেন, কাউন্সিলম্যান ফারনান্দো কবরেরা, হোয়াইজ হাউজের সাবেক কর্মকর্তা এলিয়াস আলকেনটারা প্রমুখ।
এ সময় প্রদত্ত বক্তব্যে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের নেতা এন মজুমদার দীর্ঘ প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা উপস্থাপন করেন।
বহুজাতিক এ সমাজে পারস্পরিক সহযোগিতার দিগন্ত সব সময় জাগ্রত থাকলে নতুন অভিবাসী হিসেবে বাংলাদেশিরাও অনেক দূর এগুতে সক্ষম হবে বলে উল্লেখ করেন এন মজুমদার। তিনি সকলকে ডেমক্র্যাটিক পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
আমেরিকান স্বপ্ন পূরণে মূলধারায় আরোহণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন এন মজুমদার।
বিডি প্রতিদিন/কালাম