ভিয়েনা বাংলা কমিউনিটির অভিভাবক, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের স্মৃতির স্মরণে একটি পাঠাগার উদ্বোধন করেছেন ভিয়েনাস্থ প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার বিকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার চিলি বাংলা সুপার শপের হল রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ, একমাত্র কন্যা ফারজানা ফরহাদ, মিসেস নাসিরন নাহিদ, বাংলাদেশ অস্ট্রিয়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, ক্যাশিয়ার আনিসুজ্জামান, লেখক সাইফুজ্জামান শেখ, ফারাহ দিবা, বাংলাদেশ অস্ট্রিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবিদ হোসেন খান তপন, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলীসহ প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে আলোচনার শুরুতেই শাহ মোহাম্মদ ফরহাদকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং ভিয়েনাস্থ বাংলা কমিউনিটির সবাইকে এই পাঠাগার স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান মরহুম ফরহাদের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ।
বিডি প্রতিদিন/কালাম