ফ্রান্সে বাংলাদেশি উদ্যোমী তরুণদের জনপ্রিয় সংঘঠন "ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ FBSG"-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্যারিসের উপকণ্ঠ এলাকা লা কোর নর্ভ মাঠে 'FBSG'-এর প্রতিষ্ঠাতা ও কার্যকমিটির মেম্বার মাহমুদুল হাসানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্যারিসের বিভিন্ন অঞ্চল থেকে গ্রুপটির সদস্যগণ অংশগ্রহণ করে ।
টুর্নামেন্ট F B S G এই চার অক্ষরে চার দলকে বিভক্ত করে দেয়া হয়। ১২ ওভারে অনুষ্টিত প্রতিটি খেলায় প্রত্যেক দলে ১২ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলায় আম্পায়ার ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন নাজমুল কবির ও সহযোগিতায় ছিলেন শাহজাহান আহমেদ।
বিজয়ী দলের ক্যাপটেনের হাতে পুরস্কার তুলে দেন FBSG এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান। রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন FBSG এর কার্যকমিটির মেম্বার লাভলু বড়ুয়া। টুনামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার তুলে দেন নাজমুল কবির, শাহজাহান আহমেদ ও সাহেদ আহমেদ।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ