কাতারে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শফিকুল ইসলাম প্রধানের নেতৃত্বাধীন মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা।
শুক্রবার রাজধানী দোহার নাজমা সুন্দরবন রেস্তোরাঁয় সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা।পরে নবনির্বাচিত আংশিক কমিটির নাম ঘোষণা করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাজাহান।
এতে নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম তালুকদার বাবুকে সভাপতি, মো. শাহজাহানকে সিনিয়র সহ-সভাপতি, বোরহান উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক, জিয়া উদ্দিন জিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আল আমিন খানকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী নবীন লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার