২৩ জুন, ২০১৯ ২০:৫৮

জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর 'মতবিনিময় এবং সম্পৃক্তকরণ' সভা

অনলাইন ডেস্ক

জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর 'মতবিনিময় এবং সম্পৃক্তকরণ' সভা

জি টি এ তে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীকে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, কানাডাকে আরো শক্তিশালী করতে বিশেষ "মতবিনিময় এবং সম্পৃক্তকরণ" সভা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে গত ১৬ জুন টরন্টোস্থ রিজেন্ট পার্ক পার্টি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি।

সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন টরোন্টোতে বসবাসরত বৃহত্তর সিলেটের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা। 

সংগঠনের সদস্য হিসেবে নিবন্ধিত হতে আগ্রহী ব্যক্তিবর্গকে সংগঠনের কার্যালয় থেকে সদস্য ফর্ম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। 

সভার মাধ্যমে আসন্ন উসমানী কাপ ক্রিকেট প্রতিযোগিতা (আগামী ১৩ জুলাই, করভেট জুনিয়র পাবলিক স্কুল, ৩০ করভেট এভিনিউ) এবং বার্ষিক বনভোজন (আগামী ২৮ জুলাই, থম্পসন মেমরিয়াল পার্ক, ১০০৫ ব্রিমলি রোড) এ টরোন্টোনিয়ান-বৃহত্তর সিলেটবাসীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।

সভাটির আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন সংঠনের নির্বাহী সহ সভাপতি ফয়জুল চৌধুরী, সহ সভাপতি ইন্তেখাব চৌধুরী তুহিন, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর