দারুল হাদিস লাতিফিয়ার গ্রাজুয়েশন, ৪০বর্ষ পূর্তি, কৃতি শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও ডিনার অনুষ্ঠান ইস্ট লন্ডনের স্থানীয় একটি ব্যানকুইটিং হলে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কামিল (টাইটেল) উত্তীর্ণ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে হাতে সনদ তুলে দেন মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শায়খুল হাদিস হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান, বেথনালগ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী এমপি, টাওয়ার হ্যামল্যাট্স এর নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র জনাব সিরাজুল ইসলাম, বিশ্বনাথ-বালাগঞ্জ এর সাবেক এমপি জনাব শফিকুর রহমান চৌধুরী, হযরত আল্লামা মোজাহীদ উদ্দীন চৌধুরী দুবাগী, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হযরত আল্লামা আব্দুল জলিল, ট্রাস্টি বোর্ড এর সদস্য আলহাজ্জ বশির উদ্দীন আহমদ, দারুল হাদিস লাতিফিয়া নর্থ ওয়েস্ট এর প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরীসহ আরো অনেকে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কামিল বা টাইটেল উত্তীর্ণ ৩০ জন ও হিফজ সম্পাদনকারী দু’জন ছাত্র পাগড়ি ও সনদ লাভ করেন। মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও মাওলানা মারুফ আহমদ এর যৌথ পরিচালনায় দুই পর্বের এই অনুষ্ঠানে মাদ্রাসার পেট্রনদের হাতেও সনদ তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক