গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়া (জিএএস কে)-এর আয়োজনে কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আনসান শহরের অঙ্গোগ দোংয়ে অবস্থিত বিদেশী আবাসিক সহায়তা কেন্দ্রে রবিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এদিন বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার শত শত লোক উপস্থিত হয়ে বাংলাদশি কর্মী যাতে কোরিয়ায় আরো বেশী আসতে পারে সে বিষয়ে মত বিনিময় করেন।
সেমিনারে প্রধান অতিথি ও আলোচক ছিলেন দক্ষিণ কোরিয়ায় (সিউলে) বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ দূতাবাস এর প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম।
প্রথমেই গোপালগঞ্জ আ্যসোসিয়েশন অফ সাউথ কোরিয়া (জিএএসকে) এর সাধারণ সম্পাদক ও এই আয়োজনের সমন্বয়কারী ডেভিড ইকরাম তার সংগঠনের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।
প্রথম পর্বে প্যানেল ডিসকাশনের (সেমিনার) মূল বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ আ্যসোসিয়েশন অফ সাউথ কোরিয়া’র সভাপতি শেখ মুরাদ হোসেন। তিনি দ্বিতীয় পর্বে প্যানেল ডিসকাশনের মডারেটর হিসেবেও পুরো আলোচনার পরিচালনা করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ আব্দুল মতিন, রফিকুল ইসলাম ভুট্টো, মুন্সী রফিকুল ইসলামসহ সাবেক সিনিয়র ইপিএস সদস্য ও সদ্য ইপিএস সদস্যরা। প্যা
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বিশিষ্ট প্রবাসী গবেষক ডঃ নাজমুল হুদা।
সভায় অভিমত ব্যক্ত করেন সিনিয়র ইপিএস সদস্য রবিউল ইসলাম, এমডি ডালিম, এমডি রাকিবুল আলম, মনোজ সুভাকর, রাকিবুল, সুমি, আমিনুল মোগল, মাসুদ, শেখ রিপন, শেখ ওমর, মিজান, খন্দকার রুবেল, নাজমুল হাসান, সাহজালাল, শাহিন, মাইনুর সুলতানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিল কোরিয়ার নামকরা মানি এক্সচেঞ্জ কোম্পানি জি-মানি ট্রান্স। ইয়াসিন, সামাদ, সজল, নাসিম, শামীম রুবেল চৌধুরী, রকিব, রুবেল খন্দকার, রিপন, রাসেল, জিহাদ, শাওন ও আরেফিন পরিবেশনায় দর্শকরা বাংলাদেশি সুস্বাদু দুপুরের খাবার উপভোগের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন