১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৭

বাহরাইন-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি

বাহরাইন-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফুটবল খেলা একটি বিনোদনের অন্যতম অংশ। দেশের গণ্ডি ফেরিয়ে এবার দুর্দান্ত খেলায় বাংলাদেশিরা মেতেছে বাহরাইনের সাথে। বাহরাইনে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয়  সালমাবাদ গাল্ফএয়ার মাঠে বাহরাইন-বাংলাদেশ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাহরাইনস্থ সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে খেলায় বাহরাইনস্থ সুনামগঞ্জ প্রবাসী মুখ সংগঠনের মুখোমুখি হন স্থানীয় বাহরাইনের রাজধান মজলিস সংগঠন। এতে ১-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে জয় তুলে নেয় বাহরাইন।

সুনামগঞ্জ প্রবাসী মুখের পক্ষে অংশ গ্রহন করেন বাহরাইন প্রবাসী সকল বাংলাদেশিদের মধ্যে বাছাই করা খেলোয়াড়েরা। অপরদিকে রাজধান মজলিসের পক্ষে অংশ গ্রহন করেন বাহরাইন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সদস্যসহ জাতীয় দলের অবসর প্রাপ্ত ও অন্যান্য সংগঠন থেকে বাছাই করা খেলোয়াড়েরা। 

আব্দুল মুকিদ ও রোমনের সহযোগীতায় খেলা পরিচালনা করেন বাহরাইন জাতীয় দলের খেলোয়াড় আলী খালাপ। ধারাভাষ্যে ছিলেন মুনশেদ। এসময় মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন অলিলা গ্রুপ অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, আলআহলি উইনাইটেড ব্যাংকের প্রধান নির্বাহী বাংলাদেশি বংশোদ্ভূত সাফকাত আনোয়ার, বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার,  লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জসিম উদ্দিন,পরিবর্তন(দ্য চেঞ্জ)বাংলাদেশ এর চেয়ারম্যান মিজবাহ আহম্মেদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সভাপতি আব্দুল খালেক মানিক মিয়া, সাধারণ সম্পাদক সোনা মিয়া,বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম্মেদ,শাহজালাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, লিন্নাস মেডিকেল সেন্টারের ভাইস চেয়ারম্যান মোঃআরিফ, আরিফ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সাংবাদিক বশির আহম্মেদ, নাজির আহম্মেদ।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল করিম, হিন্দু মহাজোটের সভাপতি বকুল সূত্রধর, জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক বিষ্ণু পদদেব, ওয়েলফেয়ার কমিউনিটির ওমর ফারুক, দিদার, আরেফিন, পরভেজ, কাউছার, রতন,বোলাল, শামীম। অন্যান্যদের মধ্যে ছিলেন সুনামগঞ্জ প্রবাসী মুখ বাহরাইনের উপদেষ্টা জুয়েল আহম্মদ, সভাপতি জাহাঙ্গীর হায়দার, সাধারণ সম্পাদক রায়হান সরদার, আমিনুর রশিদ, আব্দুল মালেক, শাহীন আহমেদ, জসীম, মুয়ীদ, রাসেল আহম্মেদ, শিল্পী সুজন, পরহাদ, আঃ হক, এমরান, রোবেল প্রমূখ।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর