১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৮
চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদন

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে এবার ভিসার জন্য ঘুষ দাবির অভিযোগে উঠেছে। ঘুষ না দেয়ায় ভিসা কেটে নেয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মালয়েশিয়ান নাগরিক সারাহ বিনতে আকিল। তিনি ব্যবসা করেন ব্রুনাইয়ে। বাংলাদেশ ভ্রমণের জন্য সম্প্রতি হাইকমিশনে পাসপোর্ট জমা দেন। প্রথমে ভিসা মিললেও, ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় তা কেটে দেয়া হয়।

সারাহ বিনতে আকিল বলেন, মালয়েশিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছি। আমি ভিসা পাই বা না পাই, জানি না কেন তারা টাকা চেয়েছে। চায়না ভিসার জন্য আবেদন করলে চায়না এ্যাম্বাসি আমার পাসপোর্ট ফেরত দিয়েছে; এতো কাটাকাটির জন্য। আমি এ বিষয়ে বাংলাদেশের ভূমিকা জানতে চাই।

এমন ঘটনাকে দুঃখজনক বলছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ন কবির। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার তাগিদও দেন তিনি।

অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান।

এর আগে ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে ডেকে চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগ করেছিলেন সাইফুল ইসলাম নামে এক প্রবাসী। নির্যাতনের শিকার হয়েছিলেন কামরুল নামে আরেও একজন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর