মাল্টার গিজিরায় আজর হোটেলের বল রুমে মাল্টা আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে এ অভিষেকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি মশিয়ার রহমান ও উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি আল আমিন শেখ, মাল্টা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজেম আলী স্বপন, উপদেষ্টা ডা. এস বি দাস, আমেরিকান ইউনিভার্সিটি অব মাল্টার অধ্যাপক ড. বাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাল্টা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি জাকারিয়া, অরুন চন্দ্র কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ, আশরাফুজামান বকুল, নুরনবী মিঠুন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক আমানুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসলাম শহীদ, কোষাধ্যক্ষ আল আমিন, প্রদীপ দাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এম. নজরুল ইসলাম তার বক্তব্যে মাল্টা আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইস্পাত দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই এগিয়ে চলাকে থামিয়ে দিতে বিএনপি-জামাত দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে তারা বহুমুখী অপপ্রচার করে বেড়াচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হবে। ইউরোপে বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতি আহ্বান জানাই 'আসুন আমরা আমাদের নিজেদের মধ্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের ঐক্য সুদৃঢ় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি।’
প্রধান বক্তা মজিবুর রহমান বলেন, আমরা ইউরোপের সব দেশে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের অপপ্রচার ষড়যন্ত্র মোকাবিলা করতে হরে। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি-জামায়াতের দোসররা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার করছে। এই দুষ্টু চক্রটিকে নির্মূল করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাল্টা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম। এতে সংঙ্গীত পরিবেশন করেন, যুক্তরাজ্য প্রবাসী কণ্ঠশিল্পী শাহনাজ সুমী ও ইতালি প্রবাসী কণ্ঠশিল্পী রত্না বসাক। আপ্পায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম