বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে সৌদি আরবেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ পরীক্ষা শুরু হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং জাতীয় কারিক্যুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, রিয়াদ, জেদ্দা এবং মদিনা কেন্দ্রে অংশ নিয়েছে মোট ১৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বালক ৯১ জন এবং বালিকা ৮৮ জন। এর মধ্যে রিয়াদ থেকে ৬৩ জন, জেদ্দা ১০৩ জন এবং মদিনা থেকে ১৩ জন।
বোর্ডের নির্দেশ মতে প্রশ্ন ফাঁসসহ অনিয়ম ঠেকাতে খুবই কড়াকড়ির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার আধঘণ্টা আগে হলে প্রবেশ করানো হয়।
রিয়াদ স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম। জেদ্দা পরীক্ষা কেন্দ্রে ছিলেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কে.এম সালাহ উদ্দিন এবং মদিনা স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কনসাল (হজ) আবুল হাসান। মদিনায় কেন্দ্র সচিব ছিলেন টিএম শহীদুজ্জামান।
পরীক্ষা কেন্দ্রে পরিবেশ ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা।
শিক্ষার্থীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন