জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ। স্থানীয় সময় সন্ধ্যা ৮টার সময় মোস্তোফা প্লাজার রয়েল রোডের নবাব বিরিয়ানি রেস্টুরেন্টে এ কর্মসূচি পালিত হয়।
সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা।
বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ খান ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, সহ-সভাপতি ফজলুর রহমান সিঙ্গাপুর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহাজ্জুদ হোসেন, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক জেপি তালাশ, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনসহ সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ শ্রমিক লীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় চার নেতার প্রতি বক্তারা বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের এই জঘন্যতম নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা