জেল হত্যা দিবস স্মরণে ৩ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় জেল হত্যাকাণ্ডের প্রেক্ষাপট উপস্থাপন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে জাতীয় ৪ নেতার অবিস্মরণীয় নেতৃত্ব প্রদানের ঘটনাবলী আলোকপাত করেন দলেরর সভাপতি জাকারিয়া চৌধুরী, অন্যতম সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা মানিক, মোবশ্বির হোসেন, মাস্টার কামালউদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, ম্যানহাটান আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম, চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সহ-সভাপতি তারেকুল ইসলাম মাসুম প্রমুখ।
আব্দুল বাতেনের নেতৃত্বে দোয়া-মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মোহাম্মদ হানিফ, আব্দুল হাই জিয়া, আশরাব আলী খান লিটন, মতিউর রহমান চৌধুরী, সাঈদুল কাদের, এটিএম রানা, এটিএম মাসুদ, যুবলীগ নেতা মো. দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা