ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কাতার বিএনপি।
কাতার বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু ছায়েদ ও সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু
এক বিবৃতিতে বলেন, সাদেক হোসেন খোকা ১৯৭১ এ ঢাকা শহরকে পাক হানাদার বাহিনী মুক্ত করার লক্ষ্যে জীবনের মায়া ত্যাগ করে গেরিলা বাহিনী গঠন করে স্বাধীনতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরবর্তীতে তিনি রাজনীতিতেও ব্যাপক সফলতা অর্জন করে এমপি, ঢাকার মেয়র এবং মন্ত্রীর দায়িত্ব পালন করে সফল হন। সাদেক হোসেন খোকার মৃত্যুতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী মুক্তিকামী কোটি কোটি মানুষের সাথে বাংলাদেশের যুব সমাজ আজ ব্যাথিত, আমরা জাতির একজন মহান পুরুষ এবং একজন জনদরদী অভিভাবককে হারালাম।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করছি এবং তার রেখে যাওয়া পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
বিডি প্রতিদিন/আরাফাত