অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিএনপি মালয়েশিয়া শাখা ।
বিবৃতিতে মালয়েশিয়া বিএনপি সভাপতি (প্রস্তাবিত) মো. শহীদ উল্যাহ শহিদ, সিনিয়র সহ-সভাপতি ড. এম কে রহমান আরিফ, সহ-সভাপতি মোতালেব আলী জন, সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মিন্টু, কামাল উদ্দিন রানা, জোসেবুল আলম বিপ্লব, তামিংজায়া শাখা বিএনপি সভাপতি আমজাদ হোসেন, সুবাংজায়া শাখা বিএনপি সভাপতি ইমন হাসান, প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপি মালয়েশিয়া সভাপতি আনোয়ার পারভেজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/শফিক