জেল হত্যা দিবসটি উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে বাহরাইনে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রবিবার মানামার একটি কার্যালয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাহরাইনস্থ আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন নুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি অভিনাশ পাল, একুশে টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি নাজির আহম্মেদ, টাঙ্গাইল প্রবাসী ফোরামের সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির অন্যতাম সদস্য আলতাফ মাহমুদ, শ্রমিকলীগ নেতা বিঞ্চু পদদেব, মানামা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সোহেল মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন হারুন সেন্টু, ফজলুল হক, হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন পাবনা সোসাইটির দপ্তর সম্পাদক জিয়াউর রহমান। নৈশভোজের মাধ্যমে শেষ হয় দিবসের সকল আনুষ্ঠানিকতা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন