‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এ্যান্ড কালচারাল এক্সপো’-তে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী-সংগঠক আতিকুর রহমান আতিক।
৫ নভেম্বর আতিককে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের হোস্ট ‘ব্রাউয়ার্ড কাউন্টি কমিশনার’ অফিসের ভাইস মেয়র ড্যালে ভি.সি. হোলনেস এবং পাওলা আইজ্যাক বারাইয়্যা বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য, গত ৯ এবং ১০ অক্টোবর অনুষ্ঠিত ওই উৎসবে বাংলাদেশসহ ১৩২ দেশের স্টল ছিল। ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি এসব দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। শুধু তাই নয়, পণ্যের পাশাপাশি এসব দেশের খাদ্য-স্টলও ছিল।
আরও উল্লেখ্য, ৫২ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সমন্বয়ে ফ্লোরিডাভিত্তিক ‘বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে আতিকুর রহমান বরাবরই বাংলাদেশে বিনিয়োগে অপূর্ব সুযোগ সম্পর্কে সকলকে অবহিত করেন। বেশ কয়েকটি দেশের বিনিয়োগে আগ্রহীদের সাথেও তার দেন-দরবার চলছে বাংলাদেশে বিনিয়োগের কার্যকর প্রক্রিয়া অবলম্বনের।
বিডি প্রতিদিন/ফারজানা