১১ ডিসেম্বর, ২০১৯ ০৬:২৭

পঞ্চাশ বছর পর নতুন ইতিহাস গড়ল বাহরাইন

বাহরাইন প্রতিনিধি:

পঞ্চাশ বছর পর নতুন ইতিহাস গড়ল বাহরাইন

গাল্ফ কাপ ফুটবল ম্যাচে পঞ্চাশ বছর চেষ্টার পর প্রথমবারের মতো ইতিহাস গড়ল বাহরাইন। রবিবার (৮ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এরাবিয়ান গাল্ফ কাপ ফুটবল ম্যাচের ফাইনালে বন্ধুরাষ্ট্র সৌদি আরবের মুখোমুখি হয় বাহরাইন। খেলায় সৌদি আরবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেয় বাহরাইন।

এদিকে এমন সংবাদে উৎসবে মেতে উঠেছে পুরো দেশ। এ উপলক্ষে দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফা একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন। ছুটির দিন সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাহরাইনের বিমানবন্দর থেকে খেলোয়াড়দের বরণ করে নেন সর্বস্তরের জনগণ।

এ বিজয়ের উৎসবকে ঘিরে পূর্বের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে প্রধান সড়কগুলোতে সাধারণ যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের এ জয়ে আনন্দিত দেশটিতে বসবাসরত সকল দেশের নাগরিকরাও।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর