১৫ ডিসেম্বর, ২০১৯ ১২:১৬

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন, সেক্রেটারি বিশ্বজিৎ সাহা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

মুক্তধারা  ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন, সেক্রেটারি বিশ্বজিৎ সাহা

বিশ্বজিৎ সাহা (বামে) ও ফেরদৌস সাজেদীন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৪ ডিসেম্বর মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সভায় সাহিত্যিক ফেরদৌস সাজেদীনকে চেয়ারম্যান এবং বিশ্বজিৎ সাহাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কার্যকরী কমিটি (২০২০ থেকে ২০২২) গঠিত হয়েছে।

ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস এবং সাংবাদিক নিনি ওয়াহেদ।

অপর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গত বছরের বইমেলার আহ্বায়ক খ্যাতনামা অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম,  সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক ফাহিম রেজা নূর। কোষাধ্যক্ষ পদে পুনঃনির্বাচিত হয়েছেন তানভীর রাব্বানী। 

প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ ও দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভ রায়।

এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে পুনঃনির্বাচিতরা হলেন- সউদ চৌধুরী, কৌশিক আহমেদ, রানু ফেরদৌস, আহমাদ মাযহার, সাবিনা হাই উর্বি, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, সেমন্তী ওয়াহেদ, মুরাদ আকাশ। 

নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. জিনাত নবী, ড. ফাতেমা আহমেদ, শামসাদ হুসাম, নসরত শাহ ও জাকিয়া ফাহিম।

উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- জামাল উদ্দীন হোসেন, দিলারা হাশেম, ড. নূরননবী, রোকেয়া হায়দার ও ড. জিয়াউদ্দিন আহমেদ।

সভায় নির্বাচন ছাড়াও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আগামী ১৩-১৫ মার্চ অনুষ্ঠিতব্য শিশু-কিশোর মেলার অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা হয়।

এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ফাহিম রেজা নূর এবং অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর