১৬ ডিসেম্বর, ২০১৯ ০৩:৪৬

বাহরাইনে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

একরামুল হক টিটু, বাহরাইন

বাহরাইনে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মরুর দেশ বাহরাইন। উত্তপ্ত গরমের পর ঠাণ্ডার আগমনের বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। সপ্তাহব্যাপী থেমে থেমে বৃষ্টির পর শনিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বাহরাইনের প্রধান প্রধান শহর মানামা, মহোররক, ঈসা টাউন, রিফা। এছাড়াও জিদ আলী, জিদহাফস, হামাদ টাউন, হিদ, আরদসহ দেশটির প্রায় সব স্থানে বৃষ্টির সংবাদ পাওয়া গেছে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে। বৃষ্টির কারণে কর্মজীবীদের অনেকে সময় মতো কাজে আসা-যাওয়া করতে পারেনি। রাস্তায় যান চলাচলে অনেককে বিড়ম্বনা পোহাতে হয়েছে। আবার দোকানপাট গুলোতে আগের তুলনায় ক্রেতা ছিল অনেক কম। অনেককে ভিজতে হয়েছে বৃষ্টিতে। বৃষ্টির তালে তালে বইছে ঠাণ্ডা হাওয়া। 

এদিকে, বাহরাইনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনে দু’দেশের নাগরিকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে তা অনেকটা বিঘ্নিত। দেশটির আবহাওয়ার তথ্য মতে, আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর