১৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৬

বার্লিনে বিজয় দিবসে নানা কর্মসূচি

বিটু বড়ুয়া, বার্লিন (জার্মানি)

বার্লিনে বিজয় দিবসে নানা কর্মসূচি

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ, মহান মুক্তিসংগ্রামে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও নীরবতা পালন, বিজয় দিবসের বাণীসমূহ পাঠ ও বঙ্গবন্ধুর নামে আয়োজিত একটি কর্ণার-এর পরিদর্শন।  

পরে সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের অন্যান কর্মকর্তাবৃন্দ ও আগত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা সমস্ত বিভেদ ভুলে সকলকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি সরকার কর্তৃক সম্প্রতি দেশের রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়টিকে সাধুবাদ জানান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর