জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র লেখা ও সুরকার বিবেক মজুমদার বিবেকের সুরে নির্মিত গান ’শ্রেষ্ঠ সন্তান-দ্যা সুপ্রিম’ এর ডিভিডি মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র কাছ থেকে এই ডিভিডি গ্রহণ করেন মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী। এ সময় বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান উপস্থিত ছিলেন।
এই প্রজন্মের তরুণ সুরকার ও শিল্পী বিবেক মজুমদার বিবেকের ব্যবস্থাপনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এ কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী অঙ্কুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আকতার, শুভেন্দু দাস, সুমি খান ও বিবেক মজুমদারসহ এই প্রজন্মের সাত শিল্পী। গানের প্রথম কলি ‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...’।
গত ২৮ নভেম্বর রাতে নিউইয়র্কের পালকি পার্টি সেন্টারে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’-এর ব্যানারে ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ গানের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে অংশনেন মেজর (অব.) মঞ্জুর আহমেদ বীরপ্রতীক, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, রেজাউল বারি, আবুল বাশার, মিজানুর রহমান চৌধুরী, সানাউল্লাহ, এম এ আওয়াল, ফারুক হোসেন, সাংবাদিক লাবলু আনসার, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দারের কিরন, এটিএন বাংলার কানু দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য তপন চৌধুরী, নির্বাচন কমিশনার জাহেদ শরিফ, সদস্য পপি চৌধুরী, মোহাম্মদ হোসেন, আমজাদ হোসেন, নিহার সিদ্দিকী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট হারুন ভূঁইয়া, কোষাধ্যক্ষ আলিম খান, প্রচার সম্পাদক শুভরায়, সদস্য শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিনহাজ আহমেদ, নেক্সট ড্রিম এলএলসির সিইও খালেদ মাহমুদ, কেয়ার৩৬৫-এর মার্কেটিং ম্যানেজার নিলুফা শিরিন, জামালপুর জেলা সমিতির নেতা শাহীন খান, বাংলাদেশ সোসাইটির নেতা হাসান জিলানী, জেবিবিএর সেক্রেটারি কামরুজ্জামান, বিজনেস অ্যাসোসিয়েশনের নেতা বিল্লাল চৌধুরী, জাতীয় পার্টির সেক্রেটারি আবু তালেব চৌধুরী, শো-টাইম মিউজিকের আলমগীর খান আলমসহ নানা শ্রেণিপেশার প্রবাসীরা।
এদিকে আগামী ৬ মার্চ শুক্রবার বিকালে নিউইয়র্কের জুইস সেন্টারে ’শ্রেষ্ঠ সন্তান - দ্যা সুপ্রিম’ এর গ্লোবাল রিলিজ অনুষ্ঠিত হবে। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দারের কিরনের আয়োজনে অনুষ্ঠিতব্য ’শ্রেষ্ঠ সন্তান - দ্যা সুপ্রিম’ এর গ্লোবাল রিলিজ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রন জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন