আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৫২'র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সিঙ্গাপুর সময় রাত ১২টা ১ মিনিটে সিঙ্গাপুরের মোস্তোপা প্লাজায় নিজেদের তৈরি অস্থায়ী শহীদ মিনারে সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতা কর্মীরা এ শ্রদ্ধা জানান।
এসময় সিঙ্গাপুর যুবলীগ, সিঙ্গাপুর শ্রমিক লীগ ও সিঙ্গাপুর ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো সবাই পৃথকভাবে শ্রদ্ধা নিবেন করে। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। একইসঙ্গে বাংলা ভাষার জন্য শহীদদের যে ত্যাগ সেই ত্যাগকে মাথায় রেখে বাংলা ভাষার সঠিক ব্যবহার করার আহ্বান জানান সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতারা। এছাড়া ভাষা শহীদের পরিবারের প্রতি সরকারের পাশাপাশি ও সবাইকে পাশে থাকার আহ্বানও করা হয়।
মুজিব বর্ষ উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের ভিন্ন কর্মকাণ্ড রয়েছে বলেও জানান সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম