জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি এবং বাংলাদেশ প্রতিদিনের ইউরোপের যুগ্ম ব্যুরো প্রধান আফজাল হোসেনের মা জাহানারা হোসেনের মৃত্যুতে বাংলা প্রেস ক্লাব ইতালি গভীর শোক প্রকাশ করেছে।
বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এক বিবৃতিতে বলেন, আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনী ও স্বজনদের রেখে গেছেন।
এদিকে ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন