বাহরাইনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সরকারের অনুদানের পাশাপাশি সহযোগিতা নিয়ে অংশ গ্রহনকারী প্রবাসী সংগঠনগুলোকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (২০ জুন) স্থানীয় মানামা বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে বাংলাদেশ কমিউনিটির এসব সংগঠন ও নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর ( শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় তারা দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দের হাতে এ ফুড বাস্কেট তুলে দেন।
প্রয়োজনের তুলনায় সরকারের এ অনুদান যথেষ্ট নয় বলে দূতাবাসের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশি সংগঠনগুলো সরকারী ত্রাণ তহবিলে বিভিন্ন ভাবে সহায়তা নিয়ে অংশগ্রহণ করেন।
যার ফলে এ পর্যন্ত ৫ সহস্রাধিক অসহায় ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ত্রাণ সহায়তা করা সম্ভব হয়েছে এবং আরও ১ হাজার ক্ষতিগ্রস্তকে সাময়িক এ সহায়তা দেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, মজিবুর রহমান, অবিনাশ পাল, সোহেল আহমেদ, বকুল সূত্রধর, দুলাল দাস, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আশিফ আহমেদ, কাউছার আহমেদসহ অনেকে। বাংলাদেশ সমাজ ছাড়া এতে বাংলাদেশ সোসাইটি, বিজনেস ফোরাম, ইয়ূথ ক্লাবসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল