বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শ ও চেতনাকে হত্যার করার অপচেষ্টা করেছে। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করবার চক্রান্তে মেতেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে অনলাইনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শফিকুর রহমান অনু (অকল্যান্ড), এমদাদ হক, লাইলাক শহীদ, ফয়সাল মতিন, ইহতেশামুল কবির পিকলু, অনুপ মন্ডল, মশিউর রহমান হৃদয়, মোহাম্মদ মুনীর হোসেন, আইভি রহমান, নোমান শামীম, তারিক বাপ্পী, মামুন হক, জামির আহমেদ, মেহেদী হাসান, অভিক সরকার, ওবায়েদুল হক, রাকসান্দ কামাল, ফাহাদ আসমার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে পরবর্তী একুশ বছরে ঘাতকরা বাংলাদেশের অনেক ক্ষতি করে গেছে। সেখান থেকে উন্নয়নের ধারায় তুলে এনে আজ বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য কাজ করে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো।
সভায় অন্যান্য বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পেছনের রাজনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক কারণগুলো উন্মোচন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে ফ্যাক্টস ফাইন্ডিং মিশন গঠন করার দাবি জানান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগের আদর্শ, ভোগের নয়। যারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দেশে-বিদেশে দুর্নীতি-প্রতারণার সাথে জড়িত, তাদের দলের সর্বস্তর থেকে বহিষ্কার করে দলে শুদ্ধি অভিযানের দাবি জানান।
সভায় বক্তারা সব ধরনের বিভেদ ভুলে অস্ট্রেলিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলবার জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সকল কর্মীদের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর