সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন ও সুইজারল্যান্ড আওয়ামী লীগ ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। বিকেল ৪টায় জেনেভায় লেকভিউ পার্কের খোলা উদ্যানে সুইজারল্যান্ড আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সবাই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেনেভায় স্থায়ী বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত শামীম আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি দেলায়ার হোসেন জহির ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি আশকির মিয়া।
অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খান। বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কারার কাওছার, সহ-সভাপতি মোরশেদ গোলাম, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, সহ-সভাপতি ইউসুফ খান, সহ-সভাপতি নুরুল্লা চৌধুরী, সহ-সভাপতি আশরাফুল আলম লিটন, সহ-সভাপতি অরুন বডুয়া, ১ম যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল, যুগ্ম সম্পাদক শাহ আলম এগার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, তথ্য ও গবেষণা সম্পাদক সসীম গৌরীচরন, জ্যৈষ্ঠ আওয়ামী লীগ নেতা জমাদার নজরুল ইসলাম, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি জসীম উদ্দীন ভূইয়া ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ মহসিন এবং উপদেষ্টা ও মানবাধিকার কর্মী রহমান খলিলুর মামুন।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ মিশনের কর্মকর্তা আবু বকরের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর নিহত পরিবার বর্গের বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা