যুক্তরাজ্য প্রবাসী নিউক্যাসেলে বসবাসরত তাজ একাউন্ট্যান্টসের স্বত্তাধিকারী রাজিব বাসিত ও সৈয়দা ফাহমিনা রাজিবের ছেলে তাজওয়ার রাজিব এবারের জিসিএসই পরীক্ষায় টপ সেটে ১০টি সাবজেক্টে A++ ও ১টি A+ স্টার পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
সুনামগঞ্জ শহরের ষোলঘর তালুকদার বাড়ির ছেলে তাজওয়ার রাজিব। তার দাদা মরহুম আব্দুস সাত্তার তালুকদার এবং চাচা মরহুম এডভোকেট আব্দুর রউফ। তার নানা যুক্তরাজ্য সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিটি সেন্টারের বার বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ খালিদ মিয়া অলিদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন