যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় লন্ডনে তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
এসময় হাবিবুর রহমান ভার্চুয়ালি বাংলাদেশ থেকে সংবাদ সম্মেলনে যোগ দেন। তিনি প্রধানমন্ত্রীসহ মনোনয়ন বোর্ডের সবাইকে কৃতজ্ঞতা জানান।
হাবিবুর রহমান বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর তার পূর্ববর্তী সংসদ সদস্য মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সকল অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন। প্রবাসী বাংলাদেশিদের দাবি-দাওয়া নিয়ে সংসদেও কথা বলবেন।
তিনি আরো বলেন, আজকে সিলেট আসার পর সর্বস্তরের নেতাকর্মী, এলাকাবাসী যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা দেখে আমি অভিভূত। আজকে আমি সিলেট নেমেই আমার পূর্ববর্তী সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেছি, ভাবির সাথে দেখা করেছি।
মঈনউদ্দিন আনসারের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্যে দেন হাবিবুর রহমানের বড় ভাই এমদাদুর রহমান। তিনি বলেন, এই অর্জন প্রবাসীদের অর্জন। যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।
এতে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মনোনয়ন দিয়েছেন, সেটা যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পরীক্ষিত নেতা। তিনি তরুণদের প্রতিনিধি। তিনি তার সংসদীয় আসনের জন্য যেভাবে কাজ করবেন, সেভাবে সংসদে প্রবাসীদের জন্য কথা বলবেন।
বিডি প্রতিদিন/এমআই