ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব- এর ৯১তম জন্মবার্ষিকী ভার্চুয়ালে পালন করেছে। বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সারথি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, স্বাধিকার আন্দোলনে তিনি বঙ্গবন্ধুর নির্ভীক ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। তিনি আরো বলেন, স্বমহিমায় উজ্জ্বল বঙ্গমাতার ৪৫বছরের জীবন থেকে আমাদের শেখার শেষ নেই এবং তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আদর্শ ও অনুপ্রেরণা হয়ে থাকবেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে অধিকতর সম্মান ও উচ্চতায় আসীন হবে বলে রাষ্ট্রদূত সালেহ আশা প্রকাশ করেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এর জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠানের মূল বক্তা আবুধাবিস্থ যায়েদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বঙ্গমাতার স্নেহধন্য ড. মেহরাজ জাহান স্মৃতিচারণ করে বলেন, ধীরস্থির, ধৈর্য্যশীল এবং ত্যাগ ও সাহসের প্রতীক ছিলেন বঙ্গমাতা। বঙ্গমাতা আমরণ বঙ্গবন্ধুর পাশে থেকে তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন ও সহযোগিতা করেছেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগ ও পরিবারকে আগলে রেখেছেন এবং নিজেকে মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বঙ্গমাতাকে নারী স্বাধীনতা ও নারী ক্ষমতায়নের বাতিঘর, স্বাধীনতা অর্জনের পথে বাংলাদেশের রাজনীতিতে প্রেরণা দাত্রী হিসেবে আখ্যায়িত করে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি কম্যুনিটির সদস্যবৃন্দ বলেন, স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান আলোচনায় বঙ্গমাতা অবিচ্ছেদ্য অংশ। তারা আরো বলেন, অত্যন্ত কঠিন সময়ে বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন, বঙ্গবন্ধুর কারাবাসের দিনগুলোতে তাঁর সিদ্ধান্তগুলোকে দিক-নির্দেশনা আকারে নেতা-কর্মীদের কাছে পৌঁছে দিয়ে স্বাধীনতার আন্দোলনকে গতিশীল রেখেছেন।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী দূতাবাসের কর্মকর্তাবৃন্দ পাঠ করেন। এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এর জীবনী ভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরআগে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব- এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন