মহামারী করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে পূর্ণ ডোজের টিকা গ্রহণকারিদেরকে তৃতীয় ডোজ গ্রহণের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে যাদের শরীরে করোনাভাইরাস প্রতিরোধের ক্ষমতা হ্রাস পেয়েছে তাদেরকে তৃতীয় ডোজ (বুস্টার) প্রদান করা হবে।
ডেল্টার আক্রমণে সারা আমেরিকা তটস্থ হওয়ায় ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিয়েছে।
উল্লেখ্য, এ ধরনের অনুমতির জন্যে কয়েক সপ্তাহ আগেই ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার পক্ষ থেকে খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এর কাছে আবেদন জানানো হয়েছিল। চিকিৎসকের পরামর্শক্রমে তৃতীয় ডোজ প্রদান করা হবে রোগীদেরকে।
ক্যান্সারে আক্রান্ত অথবা স্টেরয়েড ব্যবহারকারি রোগীর সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা একেবারেই ক্ষীণ। তেমন রোগীরাই সর্বাগ্রে পাবেন তৃতীয় ডোজের টিকা।
বিডি প্রতিদিন/ফারজানা