স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা।
শুক্রবার ভিয়েনার নূরে এ মদিনা জামে মসজিদে বাদ জুমা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী। এসময় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী রবিবার এক আলোচনা সভার আয়োজন করেছেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা। উক্ত আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান সভাপতি রবিন মোহাম্মদ আলী।
বিডি প্রতিদিন/এমআই