জাতীয় শোক দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ হয়েছে। সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা এবং সাধারণ সম্পাদক মো. আল আমিনের নেতৃত্বে সিঙ্গাপুর আওয়ামী লীগের প্রবাসী সদ্যসরা দেশে ছুটিতে এসে এ উদ্যোগ নেন।
নারায়ণগঞ্জের সদর থানার মুক্তারকান্দিতে এবং চাঁদপুরের মতলবে মোট তিনটি স্থানে প্রায় ১২০০শ' মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, সিঙ্গাপুর আওয়ামী লীগ সরকারের পাশাপাশি দেশ এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে এগিয়ে চলা আমদের লক্ষ্য। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ,যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কর্মীরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির