পর্তুগালের বাংলাদেশ দূতাবাস, লিসবনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্রদূত তারিক আহসান জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচীর সূচনা করেন।
পরে বিকেলে দূতাবাস চত্বরে রাষ্ট্রদূত পর্তুগাল আওয়ামী লীগের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের যুগান্তকারী ঘটনাবলীর ওপর 'আলোকচিত্রে সংগ্রামী বঙ্গবন্ধু' শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
পরে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এতে দূতাবাসের কর্মকর্তারা, পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগসহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
এতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত তারিক আহসান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন হাবিব, উপদেষ্টা মাহবুব আলম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, ইমরান হোসেন ভূঁইয়া, জামাল ফকির, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, তানভীর আলম জনি, আনসার আলী, লিসবন মহানগর ছাএলীগের সাধারণ সম্পাদক আকাশ প্রমুখ।
রাষ্ট্রদূত জনাব তারিক আহসান বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। প্রতিক্রিয়াশীল চক্রের এই হুমকী মোকাবেলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে সবাইকে সংকল্পবদ্ধ হবার জন্য আহবান জানান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির