কানাডার ক্যালগেরিতে আগামী ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুক্তবিহঙ্গ’র নাটক ‘নওকার শয়তান মালিক হয়রান।' ক্যালগেরির নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি এসোসিয়েশনে মুক্তবিহঙ্গ নাট্য সংগঠনের পঞ্চম প্রযোজনায় নাটকটি অনুষ্ঠিত হবে।
কারলোগোলদনি'র বিখ্যাত কমেডি ‘দা সারভেন্ট অফ টু মাস্টার্স’ অবলম্বনে অসীম দাসের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ হক।
মুক্তবিহঙ্গ'র সভাপতি জাহিদ হক বলেন, আগামী ১৭ অক্টোবর নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি এসোসিয়েশনে নাটকটি আমরা মঞ্চে নিয়ে আসছি। আলবার্টা সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের হলে প্রবেশ করতে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন মুক্ত বিহঙ্গের সদস্য তাসফিন হোসেন, মৌ ইসলামসহ অন্যরা।
শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের জন্য গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে মুক্তবিহঙ্গ। সমাজের অসঙ্গতিগুলোকে দূর করে সচেতনতার মাধ্যমে মানব সেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ ‘মুক্তবিহঙ্গ’ নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে তাদের নতুন প্রযোজনা।
এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে। গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লাখ টাকা সহায়তা করেছে।
ইতোমধ্যে কানাডার গভর্মেন্ট অফ আলবার্টা থেকে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ আলবার্টার প্রোফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির