২৮ অক্টোবর, ২০২১ ১১:৫৩

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, ভিয়েনায় মানববন্ধন

হাসান তামিম, ভিয়েনা

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, ভিয়েনায় মানববন্ধন

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ শোভাযাত্রা করেছে হিন্দু কমিউনিটি অস্ট্রিয়া। 

বুধবার সকালে ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের সামনে মানববন্ধনে যোগ দেন অস্ট্রিয়ায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের আহবান জানান। এছাড়াও হিন্দু কমিউনিটি অস্ট্রিয়ার পক্ষ থেকে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধন শেষে হিন্দু কমিউনিটি অস্ট্রিয়ার পক্ষ থেকে এক প্রতিবাদ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে এসে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ দূতাবাসের প্রধান তারাজুল ইসলামের নিকট  স্মারকলিপি হস্তান্তর করেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর