বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অহিদুর রহমান অহিদ ও রাশেদ বাদলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জামিল হোসেন নাছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুজ্জামান কামাল, মোহাম্মদ শাহীন সর্দার, শওকত হোসেন পান্না, মোহাম্মদ হুমায়ুন কবির, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, মামুনুর রশিদ, শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভূঁইয়া, লিটন আজিজ দেওয়ান, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, শাখায়াত হোসেন, নাজমুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম সিরাজ ও জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যে দোয়া ও জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর