তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশের প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সিম্পোজিয়াম’ এবং আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নানের উপস্থিতিতে গত বৃহস্পতিবার (৯ জুন) এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এনডিসি কর্তৃক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করার সময় আরও উপস্থিত ছিলেন ডি-৮ এর সেক্রেটারী জেনারেল রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিবৃন্দ। মিনিস্টার ও মিশন উপ-প্রধান শাহনাজ গাজী দূতাবাসের পক্ষ থেকে সকলকে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর রাষ্ট্রদূত তাঁর স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।
ডি-৮ এর সেক্টেটারী জেনারেল রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, তার্কিশ ওসটিম ইন্ডাসট্রিয়াল জোনের প্রেসিডেন্টন ওরহান আইদিনের বক্তব্যের পরে তুরস্কের ইকোনোমিক পলিসি রিসার্চ ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর গুভেন সাক কি-নোট উপস্থাপন করেন।
আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মাইনুল আহসান বাংলাদেশের উন্নয়নে আধুনিক ভূমি সংস্কারের গুরুত্ব, সেলজ্যুক বিশ্ববিদ্যালয়ের গবেষক জোবায়ের আহমেদ বাংলাদেশের জাতীয় অর্থনীতির উন্নয়নে ব্যাংকিং সেক্টরের ভূমিকা, মিনিস্টার ও মিশন উপ-প্রধান শাহ্নাজ গাজী বৈশিক আবহাওয়া পরিবর্তনের প্রভাব, আঙ্কারা ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ট্যানার ইরসারলে বাংলাদেশের ঔষধ শিল্প, সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাহ উদ্দিন বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং তুরস্কের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রতিনিধি মিজ নুরান তোরুন আতিছ দক্ষ জনশক্তি উন্নয়নের ওপর বক্তব্য দেন।
রাষ্ট্রদূত মাসুদ মান্নান, এনডিসি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা উল্লেখ করে অর্থনৈতিক কূটনীতির পাশাপাশি সাংস্কৃতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করে তাঁর বক্তব্য দেন এবং বর্তমান বাংলাদেশের উন্নয়নের যে সুবিশাল কর্মযজ্ঞ চলমান সে বিষয়েও আলোচনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সিম্পোজিয়াম তুরস্কের সঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর