স্পেনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রুতাস’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল।
গত শনিবার (১৮ জুন) মাদ্রিদে স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও ‘ঢাকা ফ্রুতাস’-এর সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
‘ঢাকা ফ্রুতাস’-এর কর্ণধার আল আমিন মিয়ার সভাপতিত্বে এবং সাঈদ আনোয়ার ও তামিম ইকবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেন, ‘স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক সাফল্যে কেবল নিজেরাই লাভবান হচ্ছেন না, পাশাপাশি দেশে নিজেদের পরিবার তথা বাংলাদেশের উন্নয়নেও প্রবাসীরা ভূমিকা রাখছেন।’
রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি চলমান থাকায় বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করে আরো বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে নিজে বাংলাদেশের প্রতিনিধি হলেও সত্যিকার অর্থে প্রবাসীরাই বাংলাদেশের এক একজন প্রতিনিধি।’
তিনি বাংলাদেশিদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রবাসীরাও গর্বিত অংশীদার উল্লেখ করেন। তিনি স্পেন প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারও প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণে প্রণোদনা দিচ্ছে। আসন্ন অভিবাসী দিবসে স্পেন থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে ঢাকা ফ্রুতাস এর কর্ণধার আল আমিন মিয়া বলেন, ‘সততা, নিষ্ঠা আর কর্মস্পৃহা নিয়ে এগিয়ে আসলে যেকোন ব্যবসায় সফল হওয়া যায়।’
অনুষ্ঠানে ঢাকা ফ্রুতাস এর ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যাফল ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ।
প্রসঙ্গত, স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ফলমূলের প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রুতাস’ এর ৬০টি শাখা রয়েছে, যেখানে ২৭০ জন কর্মকর্তা কর্মচারি নিয়োজিত রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল