সিডনিতে বাঙালিদের প্রাণ কেন্দ্র ল্যাকাম্বায় পসরা সুপার শপ নামে একটি নতুন ব্যাতিক্রম ধর্মী বাংলাদেশি গ্রোসারি শপ চালু হয়েছে। এই শপটি পূর্বে বাংলাদেশ প্যালেস নামে পরিচিতি ছিল।
শুক্রবার (২৮ অক্টোবর) ল্যাকাম্বা ও পার্শ্ববর্তী সবার্বের বসবাসরত ক্রেতা ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে আনন্দ মুখোরিত পরিবেশে শপটির উদ্বোধন করা হয়। পসরা সুপার শপ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রেতা সাধারণের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ