নিউইয়র্কে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম এতে প্রধান অতিথি ছিলেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল এইচ চৌধুরী, বিএনপি নেতা জসীমউদ্দিন (সাবেক ভিপি), নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, স্টেট বিএনপির নেতা বদরুল হক আজাদ, বদিউল আলম, দেওয়ান কাওসার, শহিদুল শিকদার, হুমায়ূন কবীর প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন