প্রবাসীদের গ্রাহকসেবা দৌরগোড়ায় পৌঁছে দিতে কাতারে ঐতিহ্যবাহী মানি এক্সচেঞ্জ হাউস আল জামান এক্সচেঞ্জের ১৬ তম শাখা মনসুরা মেট্রো স্টেশনে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার ফিতা কেটে উদ্বোধন করেন কাতার মেট্রোর সিএসও এন্ড বিজনেস ডেভেলপমেন্ট আজলান আল ইনাজী ও আল জামান এক্সচেঞ্জের এমডি আবদুল্লাহ জামান।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জিএম আনোয়ার সাদাত, অপারেশন ম্যানেজার জুবায়ের আবদুর রহমান, ফরেক্স ম্যানেজার আর্দশ শ্রীনিবাস, একাউন্ট ম্যানেজার সন্তোষ, বাংলাদেশের বিজনেস ম্যানেজার মোসলেম ঊদ্দিনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের বিজনেস ম্যানেজার মোসলেম উদ্দিন জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করছে কাতার প্রবাসী বাংলাদেশিরা ।
বিডি প্রতিদিন/ফারজানা